একজন সাধারণ ব্যবহারকারীরূপে লগ ইন করুন এবং বিভিন্ন ডিরেক্টরি ঘুরে ফিরে দেখুন। প্রয়োজনীয় সহায়িকা ও FreeBSD সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য কিছু কমান্ড ব্যবহার করে দেখতে পারেন।
এখানে কয়েকটি কমান্ড ও তাদের কার্যকারিতা উল্লেখ করা হলঃ
আপনার অ্যাকাউন্ট, গ্রুপ ইত্যাদির নাম জানাবে।
এ মুহূর্ত কোন ডিরেক্টরিতে অবস্থান করছেন তা জানাবে।
বর্তমান ডিরেক্টরির সকল ফাইলের নাম দেখাবে।
-F
ফাইলের নাম দেখানোর সময় এক্সিকিউটেবল বা বাইনারি ফাইলের শেষে *, ডিরেক্টরির শেষে / এবং সিম্বলিক লিঙ্কের শেষে @ জুড়ে দেবে।
-l
নামসহ প্রতিটি ফাইলের বিভিন্ন তথ্য এই ক্রমানুসারে দেখাবে - আকার, তারিখ ও ব্যবহারের অনুমতি।
-a
লুক্কায়িত “dot” ফাইলসহ সব ফাইলের নামই দেখাবে। root হিসাবে লগ ইন করলে অবশ্য -a ছাড়াই লুক্কায়িত ফাইলের নাম দেখা যায়।
ডিরেক্টরি পরিবর্তন করে। cd .. লিখলে একধাপ উপরের ডিরেক্টরিতে যাওয়া যায়। cd'র পর যে একঘর space আছে, তা অবশ্যই লিখতে হবে। /usr/local/ ডিরেক্টরিতে যেতে চাইলে লিখুন cd /usr/local । cd ~ লিখলে যে অ্যাকাউন্টে লগ ইন করেছেন তার home ডিরেক্টরিতে প্রবেশ করবেন। জ্যাক অ্যাকাউন্টের হোম ডিরেক্টরি হল /usr/home/jack। /cdrom এ cd কমান্ড ব্যবহার করে প্রবেশ করুন এবং ls ব্যবহার করে দেখুন যে কোন সিডিরম মাউন্ট করা আছে কিনা এবং থাকলে তা কাজ করছে কিনা।
কোন পরিবর্তন না করে একটি ফাইল পড়তে দেয়। view /etc/fstab লিখে একবার পরীক্ষা করে দেখুন। পড়া শেষ হলে q চেপে বের হয়ে আসুন।
কম্পিউটার
স্ক্রীনে filename নামের
ফাইলটিকে
প্রিন্ট করে।
যদি ফাইলটি খুব
বড় হয় এবং
স্ক্রীনে
শুধুমাত্র
ফাইলের
শেষাংশই দেখা
যায় তবে Scroll Lock
চেপে up-arrow
চাপলে ফাইলের
অন্যান্য অংশও
পড়তে পারবেন।
এই একই
প্রক্রিয়া
ম্যানুয়াল
পেজের
ক্ষেত্রেও
প্রযোজ্য।
পুনর্বার Scroll
Lock চাপলে এই
প্রক্রিয়া
বন্ধ হয়ে যাবে।
আপনার home
ডিরেক্টরির
কিছু লুকানো
ফাইলের ওপর cat কমান্ডটি
ব্যবহার করে
দেখতে পারেন,
যেমন - cat .cshrc
, cat .login
, cat .profile
।
.cshrc ফাইলে ls কমান্ডের কিছু alias দেখতে পাবেন। আপনি নিজেও .cshrc ফাইলে কিছু alias তৈরী করতে পারেন। যদি সিস্টেমের প্রত্যেক ব্যবহারকারীকে alias'গুলো ব্যবহার করতে দিতে চান, তবে csh এর মূল কনফিগারেশন ফাইল /etc/csh.cshrc'তে আপনার alias গুলো লিখে রাখুন।